মন্দির অপবিত্র করার অভিযোগে পিটিয়ে হত্যা

(Last Updated On: )

ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির অপবিত্র করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এই ঘটনা ঘটে।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যার প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত মানুষেরা থামায় এবং পিটিয়ে হত্যা করে।

স্বর্ণ মন্দিরের প্রতিদিনের প্রার্থনা সরাসরি সম্প্রচার করা হয়। শনিবার প্রচারিত ফুটেজে দেখা গেছে, মানুষ এক ব্যক্তিকে ধাওয়া করছে। ঘটনার পর ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ।

অমৃতসরের ডেপুটি কমিশনার অব পুলিশ প্রমিন্দর সিং বান্দল বলেন, ‘আজকের সন্ধ্যার প্রার্থনার সময় এক ব্যক্তি বেড়া টপকে যায় আর ঘেরা জায়গায় ঢুকে পড়ে। সমবেতরা প্রার্থনা করছিলো।’

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী ওই ব্যক্তির মাথায় হলুদ কাপড় বাঁধা ছিল। ভেতরে থাকা মানুষ তাকে ধরে ফেলে এবং তাকে করিডোরের বাইরে নিয়ে আসে সেখানে তার ওপর সহিংস হামলা হয় আর ওই ব্যক্তি মারা যায়।’

পুলিশ কর্মকর্তা বান্দল বলেন, ‘ওই ব্যক্তি একা ছিল। ওই এলাকায় প্রচুর সিসিটিভি ছিলো, আমাদের টিম সতর্কভাবে সব পর্যবেক্ষণ করছে। সব কিছুই প্রকাশ হয়ে যাবে। আগামীকাল ময়না তদন্ত হবে।’

গুরু গ্রন্থ সাহিব এবং শিখ মন্দির পাঞ্জাব এবং শিখদের মধ্যে মারাত্মক আবেগি ইস্যু। শিখ ধর্মাবলম্বীরা এই বইকে তাদের ১১তম ধর্মগুরু হিসেবে দেখে থাকে। গত কয়েক বছরে এগুলো অপবিত্র করার বেশ কয়েকটি নজির রয়েছে। যা নিয়ে ব্যাপক ক্ষোভের পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েনও সৃষ্টি হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box