চট্টগ্রামের হাটহাজারীতে জমি নিয়ে বিরোধের জেরে এলোপাতাড়ি কুপিয়ে মো. মুছা (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্ত্রীর অভিযোগের তীর আপন ভাগিনাদের দিকে।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঁচা মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মুছা একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। মুছা পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক। তার ১০ বছর বয়সি মো. মিনহাজ নামে একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই মো. সেলিম ও স্ত্রী আলম আরা বেগম দাবি করেন, জমি (চলাচলের রাস্তা) সংক্রান্ত বিরোধের জের মুছার আপন ভাগিনা মো. সালাউদ্দিন, মো. শাহাজান এবং মো. বাদশাসহ আরও অনেকে মিলে কুপিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।