তরুণ ও যুবকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের বয়স, আমরা মনে করি তারাই যুবসমাজ। এই হিসেবে দেশের প্রায় এক-তৃতীয়াংশ যুবসমাজ। তাদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের ঐতিহাসিক সব অর্জনের সঙ্গে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের খেয়া রেঁস্তোরায় সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। তাই এসব থেকে উত্তরণে কাজ করতে হবে। তরুণরাই সমাজকে পরিবর্তন করতে পারো। তাতে করে পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সফলতা বয়ে আনবে বলে আমি মনে করি।
সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত এই কুষ্টিয়া জেলার উন্নয়নে আমি কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, কুষ্টিয়া বাংলাদেশের প্রথম রাজধানী। সেই হিসেবে আমরা কুষ্টিয়াকে নিয়ে গর্ববোধ করি। সাংস্কৃতিক রাজধানী হিসেবে দেশের ঢাকার পরে কুষ্টিয়া জেলায় শিল্পকলা একাডেমি নির্মাণ হয়েছে। এর ফলে সংস্কৃতি বিকাশে উন্নয়ন সাধিত হবে। শিগগিরই কুষ্টিয়ায় আর্ট কলেজের পাশাপাশি মিউজিক কলেজ হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, তরুণ সমাজ, যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালি) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ অজয় সুরেকা, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া সমন্বয়ক এ্যাড. মুহাইমিনুর রহমান পলল, জোটের সিনিয়র সংগঠক এস.এম.শামীম রানাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।
সবারবাংলা/এসআই