রাজশাহীতে করোনায় ২ জনের মৃত্যু

(Last Updated On: )

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে হাসপাতালে তারা মারা যান। এদের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে এবং অন্যজন কুষ্টিয়ার বাসিন্দা। মৃতরা দুজনই পুরুষ এবং তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউ এবং ২৯-৩০ নম্বর ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়।

১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৮ জন। বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫, নওগাঁর ৩, নাটোরের ৪, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। এ দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন দুই রোগী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন।

সবারবাংলা/এসাআই

Facebook Comments Box