সিঙ্গাপুর থেকে আসলো দুই কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল

(Last Updated On: )

দেশের বাজারে সয়াবিন তেলের সংকট বলে গুঞ্জন উঠেছে। দোকানগুলোতে অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও সুযোগ বুঝে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে জরিমানাও করছে প্রশাসন। তবে এই সময়ে খুশির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর।

দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ। ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে তেল নিয়ে এসেছে।

সোমবার (২ মে) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব মো. উমর ফারুক বলেন, ‘সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে গত বৃহস্পতিবার এসেছে একটি জাহাজ। দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি এ তেল আমদানি করেছে। এর মধ্যে আছে- সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ। আমদানি করা তেলের খালাস পক্রিয়া শুরু হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, আমদানি করা অপরিশোধিত এ তেল প্রথমে পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হবে। সেখান থেকে আমদানিকারক কোম্পানিগুলো তাদের কারখানায় নিয়ে যাবে। দেশে চলমান ভোজ্যতেল সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তেল।

Facebook Comments Box