৫০ লাখ টাকার পণ্যসহ ট্রলার ডুবি

(Last Updated On: )

বরগুনায় তেল ও মুদি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক মো. জামাল।

তিনি জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের খালগোড় নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালামাল নিয়ে ট্রলারটি বরগুনা খাল ঘাট থেকে ছেড়ে তালতলীর জেডি ঘাটে যাওয়ার সময় খালগোড়া এলাকায় ডুবে যায়।

ট্রলার মালিক মো. জামাল বলেন, সপ্তাহের হাটের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে তালতলী আসার সময় চরের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ট্রলারটি কাত হয়ে খালে তলিয়ে যায়। ট্রলারটিতে তেল ও মুদি মনোহারী শতাধিক দোকানের মালামাল ছিল।

তালতলী বাজার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য নজরুল ইসলাম লিটু জানান, ট্রলার ডুবিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি তেলের ড্রাম ছাড়া সবই ডুবে গেছে।

তালতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আক্তার উদ্দিন বলেন, ট্রলার উদ্ধার করার মতো সরঞ্জাম আমাদের নেই। ট্রলারে থাকা মাঝিসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box