কেমন হয়, যদি মনের মতো একটি ছবিকেই সাজানো যায় প্রকৃতির নানা রূপে? কখনো গ্রীষ্মের উজ্জ্বল রোদে, কখনো শরতের নরম আলোয়, কখনো বসন্তের রঙিন ফুলেল ছোঁয়ায়, আবার কখনো শীতের কুয়াশাচ্ছন্ন স্নিগ্ধতায়। ভিভো ভি৬০ লাইটের স্মার্ট এআই প্রযুক্তি এবার সেই অভিজ্ঞতাকে নিয়ে এসেছে হাতের নাগালে।
ভিভোর ভি সিরিজ মানেই প্রো লেভেল পোর্ট্রেট। প্রতিনিয়তই নতুন কিছু যুক্ত করে গ্রাহদের জন্য ভিভো নিয়ে আসে ফটোগ্রাফিতে নতুন মাত্রা। আর সেই ধারাবাহিকতায় এবার আরও উন্নত হয়েছে ভিভোর এআই ইমেজ স্টুডিও, যেখানে যুক্ত হয়েছে এআই ফোর সিজন পোর্ট্রেট মোড। ইতোমধ্যে গ্রাহকরা আগ্রহ দেখাচ্ছে নতুন এই এআই প্রযুক্তির ব্যাপারে।
এই ফিচারটি ব্যবহার করে মাত্র এক ক্লিকেই একটি সাধারণ আউটডোর ছবিকে সাজানো যায় চারটি ভিন্ন ঋতুর আবহে। নিজের পছন্দের আউটডোর ছবিটিকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দৃশ্যপট বদলে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করা যায় এই মোড দিয়ে। যেখানে ছবির বিষয়বস্তু এক হলেও দেখা যায় চারটি ভিন্ন দৃশ্যে। এক্ষেত্রে, প্রতিটি ঋতুর আবহ এমনভাবে ফুটে ওঠে, যেন মনে হয় ছবিটি সত্যিই সেই ঋতুতে তোলা হয়েছে। আর এভাবেই, গ্রীষ্মের প্রখর গরমেও ছবিতে আনা যায় হিমশীতল বরফের স্পর্শ অথবা শরতের পাতাঝরা ভাব থেকে মুহূর্তেই বসন্তের ফুলেল ছোঁয়া।
এছাড়াও, ভিভোর এআই ইমেজ স্টুডিওতে থাকছে আরও উন্নত এআই ইরেজ ৩.০ । যা, ছবিতে থাকা যেকোনো অনাকাক্সিক্ষত ব্যক্তি অথবা বস্তু সরিয়ে দেয় এক টাচেই। শুধু তাই নয়, গ্লাস বা স্ক্রিনের যেকোনো প্রতিফলন দূর করে ছবিকে করে একদম স্পষ্ট। প্রতিটি ছবিকে ইন্সট্যান্টলি স্টাইলিশ এবং ক্লাসিক রুপে সাজিয়ে তোলে এর এআই ফটো এনহ্যান্স অপশন।
আর সবকিছুকে এতটা নিখুঁত মাত্রা দেয় ভি৬০ লাইটের ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সনি আইএমএক্স ৮৮২ সেন্সর, থার্ড জেনারেশন এআই অরা লাইট ও উন্নত এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সহায়তায় প্রতিটি ছবি হয় একদম পরিষ্কার ও উজ্জ্বল। পাশাপাশি, সবার পছন্দের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় প্রতিটি ছবি হয় মনের মতো সাজানো। ফ্রন্ট ও ব্যাক দুটি ক্যামেরাতেই আছে ফোরকে রেকর্ড সুবিধা। তাছাড়াও, ভিভো ভি৬০ লাইটে থাকছে ৩ টি ভিন্ন ফ্ল্যাগশিপ-লেভেলের মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ মোড। যা, প্রতিটি ছবিতে দেয় প্রফেশনাল ও সিনেমাটিক ফিনিশ।
ভিভো ভি৬০ লাইটের ফাইভজি ও ফোরজি দুটি ভ্যারিয়েন্ট এর সাথে নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলা যাবে নিজের মনের মতো করে।
ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
















