এস এম মাল্টিমিডিয়ার প্রযোজনায় ধারাবাহিক নাটক “অল ইন ওয়ান”

(Last Updated On: )

এস এম মাল্টিমিডিয়ার প্রোযোজনায় ধারাবাহিক নাটক “অল ইন ওয়ান” এম এম আর রুবেল রচনায়,অভ্র মাহমুদ পরিচালনায়,ক্যামেরা লাভলু হাসান এটি এন বাংলায় ১৭ মে থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১:২০ মিনিটে প্রচার হবে । অভিনয় শিল্পীরা হলেন সাজু খাদেম,প্রান রয়, ইমতু রাতীশ, হোসেন নীরব,লাভন্য লিজা,শাকিলা আক্তার,সুস্মিতা সিনহা,আনোয়ার হোসাইন সহ আরো অনেকে ।

ইমতু রাতীশ জানায়,পারিবাহিক গল্পটি দর্শকদের বিনোদনের কোন কমতি না হয় এজন্য নিরলস কাজ করে যাচ্ছেন, নাটক অল ইন ওয়ান অভিনয় করে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে । একটা ব্যতিক্রম গল্প দর্শকদের উপহার পাবে যেখানে হাসি,আনন্দ, কান্না আমাদের সমাজে এমন কিছু ঘটনা মুখোমুখি হতে হয় অনেক পরিবারকে।

ভবিষৎতে সুযোগ হলে এস এম মাল্টিমিডিয়ার প্রোযোজনায় দর্শকদের চাহিদা ধরন অনুযায়ী নাটকে অভিনয় করবেন ।

Facebook Comments Box