ডেল্টার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন

(Last Updated On: )

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। ইতোমধ্যেই যারা ভ্যাকসিন নিয়েছেন এটি তাদেরও আক্রান্ত করছে। বাদ পড়ছেন না এর আগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরাও। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। টেড্রোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন বড়দিনকে ঘিরে ভ্রমণের ফলে ওমিক্রন সংক্রমণ আরও বাড়বে। এমনকি পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়বে। সম্প্রচারমাধ্যম এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে রবিবার ড. ফাউচি বলেন, ‘ওমিক্রনের সংক্রমিত করার ব্যাপক সক্ষমতা রয়েছে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, মানুষের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতাগুলো মেনে চলা দরকার।

সবারবাংলা/এসাআই

Facebook Comments Box