দুবাইতে তাজ আল হিকমাহ ফ্রুটস এন্ড ভেজিটেবল ট্রেডিং এর যাত্রা শুরু

আরব আমিরাত প্রতিনিধি :

(Last Updated On: )

প্রবাসের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে চৌধুরী বোরহানের মত তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান দুবাইয়ের কনস্যুলেট জেনারেল এ বি এম জামাল হোসেন চৌধুরী।

দুবাই আল আবির ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেটে তাজ আল হিকমাহ ফ্রুটস এন্ড ভেজিটেবল ট্রেডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী বোরহানের মতো আরো তরুণ ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চৌধুরী বোরহানের সাথে সহযোগী হিসেবে আছেন আরিফুল ইসলাম ও ইমরান হোসেন মুন্না। তরুণ ব্যবসায়ীদের স্বাগত জানান দুবাই কনস্যুলেট জেনারেল।

বিশেষ অতিথি ছিলেন আলআবির বিজনেস এসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান এবং জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ ইয়াকুব সুনিক।আবুধাবি বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নেসার খান, আলআবির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মজিবুল হক মঞ্জু, নাসিরুদ্দিন, নুরুল আজিম তালুকদারসহ আবিরের ব্যবসায়িক নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান শেষে আবির কেবিএন রেস্টুরেন্টে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে ব্যবসায়ীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box