পিকআপের ধাক্কায় ডিম বিক্রেতা নিহত, চালক গ্রেফতার

(Last Updated On: )

রাজধানীর বেইলি রোডে পিকআপভ্যানের ধাক্কায় মো. নূরে আলম (৩৫) নামের এক ডিম বিক্রেতার নিহতের ঘটনায় ঘাতক পিকআপচালককে গ্রেফতার করেছে র‍্যাব। চট্টগ্রাম থেকে চালক মো. জসিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বেইলি রোডে বেপরোয়াভাবে পিকআপ চালানোর কারণে এর ধাক্কায় একজন ডিম বিক্রেতা নিহত হন। এ ঘটনায় চালককে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অভিযানে চট্টগ্রামের চাঁদগাও এলাকা থেকে পিকআপচালক জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box