মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল স্থগিত

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জীব কুমার ভাট্টি বলেছেন, বিদেশিদের ই-টুরিস্ট ভিসা প্রদানে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অতিদ্রুত এই কার্যক্রম শুরু করা হবে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচলের যে সম্ভাব্য তারিখগুলো ছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে নীলফামারী শহরে অবস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালিমন্দির নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সঞ্জীব কুমার ভাট্টি বলেন, মিতালী এক্সপ্রেস নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছি আমরা। রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মিতালী এক্সপ্রেস চলাচল আপাতত স্থগিত করা হয়েছে। যেহেতু কিছু প্রস্তুতি বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করে দ্রুত ট্রেনটি চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়, সহসভাপতি দেবাষিশ মজুমদার বাবলা, সাধারণ সম্পাদক তাপস রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী প্রমুখ।

Facebook Comments Box