শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন

(Last Updated On: )

বহুবার আন্দোলনের পর অবশেষে পূর্ণ সদস্যপদ ফিরে পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১০৩ সদস্য। এখন থেকে তারা সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে শতাধিক সহযোগী সদস্যের পূর্ণ সদস্যপদ ফিরে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, আগের কমিটির সিদ্ধান্তে ১৮৪ জন পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন, ১০৩ জনের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ফেব্রুয়ারিতে পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল। সে প্রেক্ষিতেই শিল্পী সমিতির সদস্যদের তালিকায় ১০৩ জনকে যুক্ত করা হয়েছে।

এদিকে, এতদিন পর পূর্ণ সদস্যপদ ফিরে পাওয়াতে অনেকে কাঞ্চন ও নিপুণকে ধন্যবাদ জানিয়েছেন। সিদ্ধান্তটি জানানো পর এফডিসিতে দল বেঁধে শিল্পীদের উল্লাস করতেও দেখা যায়।

উল্লেখ্য, একই মিটিং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

Facebook Comments Box