হাওলাদার সায়ীদ এর কথায় লিহাত লেমিস এর “এটেনশন “

(Last Updated On: )

পবিত্র ইদ উল ফিতর উপলক্ষ্যে আসছে ‘এটেনশন” মুলত এটি একটি নাটকের থিম সং হাওলাদার সায়ীদ এর কথায় আদিব কবির এর সুর ও সংগীত গানটি গেয়েছেন সময়ের জনপ্রিয়
প্লেব্যাক সঙ্গীত শিল্পী লিহাত লেমিস ,মাইকেল বাবুর চমৎকার কোরিওগ্রাফিতে গানটিতে আইটেম গার্ল ছিলেন চমক তারা BMC Music ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হবে ইদের দিন সন্ধ্যা ৭ টায়।

হাওলাদার সায়ীদ ও ইসাম আহমেদ এর চিত্রনাট্য থ্রিলার এই নাটকটি পরিচালনা করেন মাসুদ খান, এতে অভিনয় করেন তালহা খান কবির আহমেদ হিরা সুচিত, জ্যোতি বাসার বাপ্পি নাটকটি প্রচার হবে BMC Films এর ইউটিউব চ্যানেলে ইদের ৪র্থ দিন । হাওলাদার সায়ীদ গানটি সম্পর্কে বলেন , গানটি মুলত গল্পের প্রয়োজনে লেখা এতো আয়োজন করে নাটকে সাধারণত আইটেম গান করা হয়না । আশা করি গানটি সবার ভালো লাগবে ।

Facebook Comments Box