প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

(Last Updated On: )

মৌলভীবাজারের রাজনগরে আব্দুল মালেক (২৮) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক (২৮) উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে।

উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক বলেন, নিহত আব্দুল মালেক উত্তরভাগ গ্রামের আব্দুর রকিবের কেয়ারটেকার ছিলেন। আব্দুর রকিবের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের কলা মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে আমরা একাধিকবার বিচার সালিশ করেও বিষয়টি সমাধান করতে পারিনি। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box